নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে বাসচাপায় মারিয়া আক্তার যুঁথি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় ভদ্রা এলাকায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মারিয়া রাজশাহী মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা হাসান মোল্লার সন্তান।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস অটোকে ধাক্কা দেয়। এ সময় শিশু মারিয়া সড়কে ছিটকে পড়ে। বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে বাস ও চালককে আটক করা যায়নি। তবে সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার