নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা থেকে ৩ জন, রাজপাড়া থানা থেকে ৪ জন, কাটাখালী থানা থেকে ২ জন, কাশিয়াডাঙ্গা থানা থেকে ১ জন, কর্ণহার থানা থেকে ১ জন ও দামকুড়া থানা থেকে ২ জনকে আটক করে।
এদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩.১০ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার