নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকায় পৈত্রিক সম্পত্তি ভাগা-ভাগিকে কেন্দ্র করে নিজ ভগ্নিপতীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মিন্টু‘কে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (২৪ মার্চ) রাত ৮ টায় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পালপাাড় এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টু (৩৮) কে গ্রেফতার করা হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, নিহত মোঃ রুহুল আমিন (৩৮) এর স্ত্রী মোসাঃ শারমিন সুলতানার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি-জমা ভাগাভাগিকে কেন্দ্র করে এজাহারনামীয় ১নং ও ২নং আসামীর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এজাহারনামীয় ২নং আসামী মোঃ এনামুল (৫৫) ভিকটিমকে কিল-ঘুষি মারে সেই সময়ে ধৃত ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টু এর ডান হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমের গলার বাম পাশে কোপ মারলে ঘটনাস্থলে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে যায়।
পরবর্তীতে দ্রুত এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ২২ মার্চ বেলা অনুমান ১১.৩০ টায় মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনায় শাহমখদুম থানায় নিহত ভিকটিম এর পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
র্যাব আরও জানায়, গ্রেফতার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার