নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়া থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহাবুলকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৯ মে) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে র্যাব-৫ এবং র্যাব-১০ ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার শিকদারের ডাঙ্গি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মাহাবুল রাজশাহী জেলার পুঠিয়া থানার মো. আহাদ আলীর ছেলে।
মাহাবুলকে ২০১২ সালের একটি মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশও রয়েছে।
পরোয়ানা জারির পর থেকেই মাহাবুল আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘদিন ধরে ফরিদপুর এলাকায় অবস্থান করছিলেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজ অপরাধের সত্যতা স্বীকার করেছে।
আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় রাজশাহীর পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার