নিজস্ব প্রতিবেদক:
সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম এ্যাডভোকেট কবির হোসেনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ এবং তার সুযোগ্য সন্তান জনাব নাশির হোসেন অস্থিরকে পবা-মোহনপুর, রাজশাহী-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সমর্থন জানিয়ে দোয়া প্রার্থনা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর কাটাখালি পৌরসভার কাপাসিয়া বাজারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, মরহুম কবির হোসেন ছিলেন এ অঞ্চলের মানুষের আপন নেতা। তিনি জনগণের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়েছেন এবং অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে গেছেন। তাঁর হাত ধরেই এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল।
বক্তারা আরও বলেন, আজ তাঁর সুযোগ্য সন্তান নাশির হোসেন অস্থির সেই উত্তরাধিকারের যোগ্য প্রতিনিধিত্ব করতে চান। তিনি এলাকাবাসীর পাশে থেকে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তাই পবা-মোহনপুর তথা রাজশাহী-৩ আসনের উন্নয়নের স্বার্থে তাঁকে মনোনয়ন দেওয়া সময়ের দাবি।
এ সময় মো জিয়াউল হক জিয়া, সাবেক সভাপতি কাটাখালি পৌর বিএনপি ও সাবেক সহ-সভাপতি রাজশাহী জেলা বিএনপি, মো বাবুল হোসেন সাধারণ সম্পাদক রাজশাহী জেলা বিপ্লবী দল, মো আসাদুজ্জামান ( আসাদুল) সাবেক সাংগঠনিক সম্পাদক হরিয়ান ইউনিয়ন বিএনপি, মো সাইফুল ইসলাম (বাবু) আহবায়ক কাঁটাখালী পৌর তাঁতি দল, রাজশাহী মহানগর সাবেক ছাত্রনেতা শহিদুল উপস্থিত ছিলেন।
তাঁরা একযোগে দোয়া প্রার্থনা করেন অস্থির যেন জনগণের সমর্থন নিয়ে রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন পান এবং প্রয়াত কবির হোসেনের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের সুযোগ পান।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার