নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা।
গ্রেপ্তারকৃত আসামি মো: বাদশা মিয়া (৩৭) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো: বাচ্চু শেখের ছেলে।
জানা যায়, মো: বাদশা মিয়ার বিরুদ্ধে আরএমপি'র চন্দ্রিমা থানায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। বাদশা মিয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি বাদশা মিয়া তার বাড়িতে অবস্থান করছে।
তথ্য পাওয়ার পর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে এএসআই মো: আনোয়ার হোসেন ও তাঁর টিম গতকাল ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টায় অভিযান পরিচালনা করে আসামি বাদশাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার