নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কচুয়াতৈল এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও ২০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত সনু সরদার (৫০) রাজশাহী মহানগারীর চন্দ্রিমা থানার কচুয়াতৈল এলাকার মৃত কাবলি সরদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই রিমন হোসাইন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি অবস্থায় জানতে পারে, চন্দ্রিমা থানার কচুয়াতৈল এলাকায় এক ব্যক্তি চোলাইমদ বিক্রি করছে।
পরবর্তীতে ডিবি পুলিশের টিমটি রাত সোয়া ৯ টায় চন্দ্রিমা থানার কচুয়াতৈল এলাকায় অভিযান পরিচালনা করে সনুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং তার বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার