নিজস্ব প্রতিনিধি :
রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মো: আসলাম (৪৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: আজিজুল সরকারের ছেলে। সে বর্তমানে তেরখাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
ঘটনা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় রাজপাড়া থানার ঐ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আসলামকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার