নিজ্স্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনবিার (৩ মে) বিকাল ৩.২০ মিনিটে রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আকরাম আলীর ছেলে মোঃ রায়হান @ রাহেন (২৮) কে গ্রেফতার করে র্যাব। এসময় ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য জানায়।
র্যাব আরও জানায়, গ্রেফতার আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। ইতিপূর্বেও তার নামে মাদকের একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে বাঘা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার