নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার বাঘা থানার একটি হত্যা মামলার প্রধান আসামি কামাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (৯ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতার কামাল হোসেন রাজশাহী জেলার বাঘা থানার মৃত নুর মোহাম্মদের ছেলে।
র্যাব জানায়, কামাল ও ভিকটিম ছাদেক আলী (৪৫) সৎ ভাই। বিভিন্ন বিরোধের কারণে কামাল ছাদেক আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে কামাল পলাতক ছিল।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় কামালের কাছ থেকে একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার