নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজ ছাত্রলীগের কর্মী আতিকুর রহমানকে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আতিকুর রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার আবদুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে মুসলিম ছাত্রাবাসের সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন আতিকুর রহমান। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে মুসলিম ছাত্রাবাসে নিয়ে যায়। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় তার মোবাইল ফোন তল্লাশি করে দেখা যায়, তিনি এখনও ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত আছেন। তখন তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী আতিকুরকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তাকে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার