নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি রাজন রবি দাস (২১) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার মৃত মুক্তারের ছেলে।
জানা যায়, সোমবার (৩ মার্চ) বিকালে আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে রাজপাড়া থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি অবস্থায় জানতে পারে রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় গাঁজা বিক্রির জন্য একজন অবস্থান করছে।
পরবর্তিতে রাজপাড়া থানার এসআই মো: সাকিবুল হাসান সাকিব ও তাঁর টিম গতকাল বিকাল ৫ টায় রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ রবি দাসকে গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় এক ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার