নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সমর্থনকারী শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশ্যে লাল কার্ড প্রদর্শন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে আগামীকাল শিক্ষক-কর্মকর্তাদের সাথে উন্মুক্ত বিতর্ক করারও ঘোষণা দেন তারা।
রোববার (৮ ডিসেম্বর) ক্যাম্পাসের প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
তারা বলেন, নতুন বাংলাদেশে কোনো প্রকার বৈষম্যমূলক পোষ্য কোটা থাকবে না। যতদিন বাবা-মা'য়ের নামে এই কোটা বহাল থাকবে, ততদিন জুলাই বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব হবে না।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার মুক্তমঞ্চে উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষকদের অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, বিতর্কে শিক্ষকরা পোষ্য কোটা নিয়ে যৌক্তিকতা দেখাতে পারলে তা বহাল থাকবে। আর না পারলে এই কোটা বাতিল করতে হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার