নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃতপ্রায় রোগীদের জন্য হেডফোনের মাধ্যমে ধর্মীয় বানী শোনানোর ব্যবস্থা করা হয়েছে।
২০১১ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালুর এই প্রথম বুধবার (২৮ মে) থেকে এ ব্যবস্থা চালু করা হয়। বিষয়টি ফেসবুকে তুলে ধরেন আইসিইউ’র ইনচার্জ মোস্তফা কামাল নূপুর।
তিনি লেখেন, আইসিউ চালু করার পর থেকে অনেক রোগীর স্বজনরা আমাকে অনুরোধ করে থাকেন, তাদের প্রিয়জনকে মৃত্যুর সময় যেন নিজ ধর্মীয় কোন বানী শোনানো হয়। নানান কারনে এত দিন এটা বাস্তবায়ন করতে পারিনি।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায়, একজন ব্যক্তির অনুদানের কারনে বুধবার থেকে মৃতপ্রায় রোগীর স্বজনদের চাহিদা সাপেক্ষে নিজ ধর্ম অনুযায়ী হেডফোনের মাধ্যমে শোনার ব্যবস্থা করতে পেরেছি।
বুধবার প্রথম দিন, পবিত্র কোরআন মজিদ রেকর্ড করা তেলওয়াত দুজন মৃত্যুপ্রায় রোগীকে শোনানো শুরু হলো। আলহামদুলিল্লাহ। এতে অনেক রোগীর স্বজনরা এটাতে মানসিক শান্তি পাবেন।
শুধুমাত্র আইসিইউতে ভর্তি রোগীর স্বজনদের চাহিদা অনুযায়ী কোরআন মজিদের তেলওয়াত বা দোয়া গুলোর রেকর্ড শোনানো হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার