নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রিমিয়ার লীগে সিজনড স্লেয়ারকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যাড ম্যান। শুক্রবার (২৯ নভেম্বর) রুয়েট ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত রুয়েট প্রিমিয়ার লীগ সিজন ৪.০-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম 'ম্যাড ম্যান'।
রুয়েট কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে 'সিজনড স্লেয়ার' কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় 'ম্যাড ম্যান'। রুয়েট ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত 'রুয়েট প্রিমিয়ার লীগ সিজন ৪.০'- এ সর্বমোট ২৪ টি দল অংশগ্রহণ করে। প্রত্যেক দলে ৮ জন করে খেলোয়াড় ছিল। ২৮ নভেম্বর শুরু হয়ে মোট ২৫ টি ম্যাচ শেষে সিজনড স্লেয়ারকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যাড ম্যান।
ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট ক্রিকেট ক্লাবের উপদেষ্টা ও পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মিথুন চক্রবর্তী ও পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল আহমেদ। এসময় রুয়েট ক্রিকেট ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মিথুন চক্রবর্তী বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা দরকার। এতে মন উৎফুল্ল থাকে,শরীর সতেজ থাকে ও আমাদের দৈনন্দিন কাজে ভালোভাবে মনোযোগ দিতে পারি।"
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার