প্রকাশকাল ডেস্ক:
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। এজন্য যারা অগ্রিম টিকিট কিনেছিলেন তাদের টিকিট ফেরত নিয়ে মূল্য পরিশোধ করছে বাংলাদেশ রেলওয়ে।
এছাড়া গুরুত্বপূর্ণ রুটগুলোতে রেলের বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা চালু করা হয়েছে। রেলের টিকিট দিয়ে ওইসব বাসে করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক জরুরি বিজ্ঞপ্তিতে একথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি৷ একারণে আজ থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে। রেলের যাত্রা বাতিল হলে আগে কেনা টিকেটের টাকা বাংলাদেশ রেলওয়ে ফেরত দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার