শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার রামবাড়ি খঞ্জনদিয়ার মহল্লায় প্রয়াত সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রফেসর ড. এম. এ. মতিনের বাসভবনে এ কর্মীসভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জনমানুষের আস্থাভাজন নেতা প্রফেসর ড. এম. এ. মুহিত। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছেন।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী।
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা,সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন, প্রচার সম্পাদক আলামিন হোসেন, আলাল হোসেন, রোসনাই আলী, আব্দুল মতিন আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানা,যুবদল নেতা বখতিয়ার ভূঁইয়া প্রমুখ।
তাঁরা সবাই বলেন, বিএনপি একটি গণমানুষের দল। বর্তমান সরকারের দমন-পীড়নের কারণে দলীয় নেতাকর্মীরা বহুদিন ধরেই রাজনৈতিক কর্মকাণ্ডে বাধার সম্মুখীন হয়েছেন। এ পরিস্থিতি মোকাবেলায় দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধান অতিথি প্রফেসর ড. এম. এ. মুহিত তাঁর বক্তব্যে বলেন, “আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমি চাই জনগণের পাশে থেকে তাদের সেবা করতে। বিগত ফ্যাসিস্ট সরকার শাহজাদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেয়নি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এখন আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণের রায়ের মাধ্যমে এই অবৈধ সরকারকে বিদায় করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ। তাঁদের অবদান ছাড়া আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সম্ভব নয়। তাই সকল বিভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মীসভায় উপস্থিত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা বলেন, পরিবর্তনের এ সময়েই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইকে বেগবান করতে হবে।
সভা শেষে প্রফেসর ড. এম.এ. মুহিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের পাশে থেকে সর্বদা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার