শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
বাংলার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য এই মহোৎসবকে ঘিরে নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম আলী। তিনি বলেন, “দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দেবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত।”
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, প্রচার সম্পাদক আল-আমিন হোসেন, জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার সাহা বানী ও সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব দত্তও সভায় বক্তব্য রাখেন। তারা বলেন, “পূজা উদযাপনে সবার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা আশা করি প্রশাসনের সার্বিক সহযোগিতায় পূজা আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।”
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার