শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা এক মিথ্যা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরলেও ভয়ে-আতঙ্কে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া পশ্চিমপাড়া গ্রামে। ভুক্তভোগী শরিফুল ইসলাম মৃত আয়নাল হক মন্ডলের ছেলে। আর অভিযুক্ত সুদ ব্যবসায়ী মোক্তার হোসেন একই গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত জুন মাসে অসুস্থ পিতার চিকিৎসার জন্য মোক্তারের কাছ থেকে ১ লাখ টাকা সুদে ধার নেন শরিফুল। এ সময় এনআরবিসি ব্যাংকের তালগাছি সাব ব্রাঞ্চের দুটি চেক বন্ধক রাখেন তিনি। পরে জমি বিক্রি করে ঋণ শোধের প্রস্তুতি নিলে মোক্তার সেই জমি কিনতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু বেশি দাম পাওয়ায় শরিফুল অন্যত্র জমি বিক্রি করেন।
এর এক মাস পর গ্রামবাসীর উপস্থিতিতে শরিফুল সুদসহ ১ লাখ ৪ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু চেক ফেরত দেওয়ার পরিবর্তে মোক্তার একটি চেকের দুই কপি ফটোকপি দিয়ে দেন। সরল কৃষক শরিফুল তা বুঝতে না পেরে কপিই রেখে দেন।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই সাদা চেকে ৬ লাখ টাকা বসিয়ে ব্যাংকে জমা দিয়ে ইচ্ছাকৃতভাবে ডিজঅনার করান মোক্তার হোসেন। এরপর গত ১৪ সেপ্টেম্বর তার স্ত্রী হাবিজা বেগমকে বাদী করে শাহজাদপুর আমলী আদালতে শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অসুস্থতার অজুহাতে হাবিজা বেগম মামলায় তার ছেলে নয়নকে পাওয়ার অব অ্যাটর্নি দেন। পরে গ্রাম্য শালিসে গ্রামবাসী শরিফুল ইসলামের পক্ষে গণস্বাক্ষরও প্রদান করেন।
ভুক্তভোগী কৃষক শরিফুল ইসলাম বলেন, বাবার অসুস্থতার কারণে বাধ্য হয়ে সুদে টাকা নিয়েছিলাম। পরে ফেরতও দিয়েছি। কিন্তু এখন জালিয়াতি করে আমার নামে ৬ লাখ টাকার মামলা করেছে। আমি ও আমার পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। মোক্তার দীর্ঘদিন ধরে অসৎভাবে গ্রামের অনেকের ক্ষতি করছে। আদালত ও প্রশাসনের কাছে আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
অন্যদিকে মামলার বাদী মোছা. হাবিজা বেগম বলেন, শরিফুল আমাদের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে ব্যাংকের চেক রেখে গেছে। তবে টাকা ফেরতের বিষয়ে প্রশ্ন করলে তার স্বামী ভিন্নভাবে মন্তব্য করেন।
এ প্রসঙ্গে এনআরবিসি ব্যাংকের তালগাছি সাব ব্রাঞ্চের ম্যানেজার মো. তাজুল ইসলাম জানান, নিয়ম মেনেই শরিফুল ইসলামের চেক ডিজঅনার করা হয়েছে। তবে মীমাংসার সুযোগ না দিয়ে সরাসরি চেক ডিজঅনার করাটা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে তিনি নীরব থাকেন।
এদিকে সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে প্রতিবেদককে কল দিয়ে হুমকি দিয়েছেন অভিযুক্ত সুদ ব্যবসায়ী মোক্তার হোসেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার