প্রকাশকাল ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে যেকোনো হুমকি থেকে রক্ষা করতে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে। দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেটে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালী যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। যেসকল দল গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাড় করাবে সেই সব দলগুলোর সম্মিলিত মতামতই এই ৩১ দফা। এ সময় ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, যেসব দেশ বিগত সরকারের শাসনামলে নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার