শামীম হোসাইন, বাগমারা:
রাজশাহীর বাগমারায় বাইগাঁছা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টার সময় বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাঁছা বাজারে অবিভাবকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অভিভাবকরা বলেন, ম্যানেজিং কমিটি গঠন করার ব্যপারে গত রবিবার আমরা ছাত্র-ছাত্রীদের পক্ষে বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করি। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে,অভিভাবকের সম্মতিতে ম্যানেজিং কমিটি গঠন করা হবে। কিন্তু গতকাল বুধবার হঠাৎ কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভুল বুঝিয়ে মানববন্ধন করিয়েছেন প্রধান শিক্ষক মকবুল হোসেন। এসময় ছাত্র-ছাত্রী, অভিভাবকরা এসে তৎক্ষণাৎ এর তীব্র প্রতিবাদ জানায় এবং অবিভাবকদের সম্মতিতে ম্যানেজিং কমিটি গঠনের জন্য শিক্ষকদের কাছে দাবী জানায়।
অভিভাবক সাহাবুর আলম বলেন, বাইগাঁছা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে একটা বিতর্ক চলছে। আমি অভিভাবক হিসেবে বলছি, আমার দাবি এখানে স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে ম্যানেজিং কমিটি গঠন ও ছাত্র-ছাত্রী অভিভাবকদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হোক ।
এসময় এ্যাডভোকেট নাসির উদ্দিন বলেন , বাইগাঁছা উচ্চ বিদ্যালয়টি ১৯৬৭ সালে স্থাপিত। এই স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন একজন দুর্নীতিবাজ এবং অসাধু ব্যক্তি। তিনি তার পকেট কমিটি তৈরি করে চাকরি বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। জেনারেল মিটিংয়ে তিনি এসব স্বীকারও করেছেন এবং তার সাথে স্কুলের সভাপতিও যুক্ত আছে।
তিনি আরো বলেন এই বিষয়গুলো যেন কেউ উপস্থাপন করতে না পারে তার পরিপ্রেক্ষিতে তিনি ছাত্র অভিভাবকদের মতামত না নিয়ে একটি পকেট কমিটি তৈরি করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এই ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । অবিলম্বে সকলের মতামতের ভিত্তিতে একটি স্বচ্ছ ম্যানেজিং কমিটি গঠন করা হোক।
মানববন্ধনে আরো বক্তব্য দেন, আমিনুল ইসলাম,রহিদুল ইসলাম,সরিউত উল্লাহ,সবুর উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যে, মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার