নিজস্ব প্রতিবেদক:
বিদেশে চাকরী দেয়ার নামে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (১২ এপ্রিল) দিনগত রাত ১২:১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে প্রতারনা চক্রের মূলহোতা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫৪) কে গ্রেফতার করা হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব ।
র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজুল দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভণ দেখিয়ে গ্রামের অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে স্বীকার করে।
একজন ভূক্ত ভোগী অভিযোগ করে, গ্রেফতারকৃত প্রতারক বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে বর্নিত এলাকা হতে উক্ত প্রতারককে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার