নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ মাদকসহ মো. আলম ইসলাম (৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এসময় তার কাছ থেকে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল, ৪টি দেশীয় অস্ত্র রামদা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতার আলম মান্দা থানার মোঃ আলাউদ্দিন মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নওগাঁসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার