ফরিদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কেরামতিয়া হাফেজিয়া মাদরাসার মোক্তব ঘর থেকে ভিজিএফের প্রায় ৩৮০০ কেজি চাল জব্দ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব চাল উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম, আমজাদ মিয়া, শাহাজালাল ও বাঁধন জানান, সরকার গরিব ও দুস্থ মানুষের জন্য ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণের ব্যবস্থা করে। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগসাজশে ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জামাল ব্যাপারীর মাধ্যমে এসব চাল অবৈধভাবে মজুত করা হয়। খবর পেয়ে স্থানীয়রা মাদ্রাসার মোক্তব ঘর ঘিরে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানায়। পরে উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চাল উদ্ধার করে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে মাদ্রাসার মোক্তব ঘরের পরিচালক ও কেন্দ্রীয় বাজার মসজিদের ইমাম ইসমাইল হোসেনসহ তিনজনকে স্বাক্ষী হিসেবে থানায় নেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী নিজেদের লোকজন দিয়ে একেকজনকে একাধিক স্লিপ দিয়ে বারবার চাল উত্তোলন করিয়েছেন।
ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এসবের কিছুই জানি না। অভিযুক্ত বিএনপি নেতা ধান ব্যবসায়ী, তিনি চাল ব্যবসায়ী নন।” অন্যদিকে কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল ব্যাপারী পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “আমি যে চাল রেখেছি, কেউ কি দেখেছে? আমি ঘটনার সঙ্গে জড়িত নই, আমাকে ফাঁসানো হচ্ছে।”
উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযানে ৩.৮ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে স্বাক্ষীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, “ট্যাগ অফিসার নূর কুতুবুল আলমকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে।” নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, “এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার