নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মোড় এলাকায় র্যাব-৫ এর অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মোঃ সাগর আহমেদ (২৫) নাটোর জেলার বড়াইগ্রাম বড়াইগ্রাম থানার কামারদহ দক্ষিণপাড়ার মোঃ আঃ সালামের ছেলে । তার কাছ থেকে ২১ কেজি শুকনো গাঁজা, একটি মোবাইল ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর জানায়, সে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। সে পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত।
র্যাব জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত সাগরের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার