নিজস্ব প্রতিবেদক:
ঢাকার শাহ আলী এলাকা থেকে নাবালিকা গার্মেন্টস কর্মীকে প্রলোভন দেখিয়ে অপহরণের পর নওগাঁ নিয়ে যাওয়ার ঘটনায় মোঃ অমিত হাসান পলাশ (২২)-কে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে নওগাঁর মান্দা থানার চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত পলাশ নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মো হাবিলের ছেলে।
ভিকটিমের মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে র্যাব-৫ এর এ অভিযান পরিচালিত হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার