সাহিদ হাসান:
বাংলা বর্ষবরণের আনন্দের ভাগিদার হয়েছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারাবন্দিরাও। বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশে সকাল শুরর পর দিনভর চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
কারা অধিদপ্তরের নির্দেশনায় নববর্ষের প্রথম দিন সোমবার (১৪ এপ্রিল) সকালে বন্দিদের জন্য বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এ আয়োজন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ আমান উল্লাহ।
তিনি বলেন, শুধু সকালের খাবার নয়, দুপুরে বন্দিদের পরিবেশন করা হয়েছে পোলাও, ডিম , মুরগির মাংস, ডাল, পান-সুপারি ও মিষ্টি। রাতে দেওয়া হবে ভাত কালিয়া, আলুর দম।
এছাড়াও স্টাফদের নিয়ে সকালে র্যালি অনুষ্ঠিত হয় এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক মোঃ কামাল হোসেন বলেন, নতুন বছরে পান্তা ইলিশ খেতে পেরে বন্দিরা অনেক খুশি হয়েছে । পরিবার ছেড়ে দূরে থেকেও আনন্দ থেকে যেন বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমাদের এই আয়োজন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল কারা অধিদপ্তর থেকে এক পত্রে দেশের বিভিন্ন কারাগারে বাংলা নববর্ষ পালনের নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার