নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ওয়ার্কশপ শ্রমিক ইয়াসিন খালাসী হত্যা মামলার প্রধান আসামী মো. ইসমাইল বেপারী (১৮) কে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১২ মে) সন্ধ্যা ৭ টায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
ঘটনার সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গত ১০ মে রাতে ইসমাইলসহ কয়েকজন মিলে ইয়াসিনকে কৌশলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
র্যাব আরও জানায়, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত এক আসামী গ্রেফতার হয়েছে অন্যান্য পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে ভাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার