সাহিদ হাসান:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের জার্নালিজম ক্লাব কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২৫। বিভাগের শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও সৃজনশীলতা বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি অর্জনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় রয়েছে ক্যারাম, দাবা, লুডু , পিলো পাসসহ বিভিন্ন ইনডোর গেমস । দুই দিনব্যাপী এ আয়োজনে বিভাগের প্রথম বর্ষ থেকে শেষ বর্ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
রোববার (২৫ মে) সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগের কো-অর্ডিনেটর ও জার্নালিজম ক্লাবের সভাপতি শাতিল সিরাজ।
এ সময় তিনি বলেন, “শুধু পাঠ্যবই নয়, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়োজন পারস্পরিক বন্ধন, মানসিক প্রশান্তি এবং নেতৃত্ব গঠনের একটি অনন্য সুযোগ।” আয়োজনটি বিভাগের শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনার নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন , তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা, এবং ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকতা বিভাগ ভবিষ্যতেও এমন সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
জার্নালিজম ক্লাবের ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মাহিন জানান, রোববার ও সোমবার (২৫, ২৬ মে) দুইদিনব্যাপী ইনডোর গেমসের পর আউটডোর গেমস অনুষ্ঠিত হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের।
বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, আমার বিশ্ববিদ্যালয় জীবনে এটাই প্রথম ইনডোর গেমস। আমি এখানে একটা দায়িত্বও পেয়েছি। সবার সাথে কাজ করে ও খেলাধুলা করে অনেক ভালো লাগতেছে। প্রথম পর্বের লুডুতে আমি ফাস্ট হয়েছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার