নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগে তিন দিনব্যাপী ইনডোর গেমস অনুষ্ঠিত হয়েছে।
বরেন্দ্র বিশ্ববিদ্যলয় জার্নালিজম ক্লাবের উদ্যোগে আয়োজিত ইনডোর গেমস রোববার (২৫ মে) সকাল ১১টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৭ মে) বিকেলে তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
ইনডোর গেমসের উদ্বোধন করেন বিভাগের কো-অর্ডিনেটর ও জার্নালিজম ক্লাবের সভাপতি শাতিল সিরাজ।
এই আয়োজনে ছিল ক্যারাম, দাবা, লুডু , পিলো পাসসহ বিভিন্ন গেমস। বিভাগের প্রথম বর্ষ থেকে শেষ বর্ষের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বলেন, শুধু পাঠ্যবই নয়, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়োজন পারস্পরিক বন্ধন, মানসিক প্রশান্তি এবং নেতৃত্ব গঠনের একটি অনন্য সুযোগ। আয়োজনটি বিভাগের শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনার নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন , তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা, এবং ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত ছিলেন।
জার্নালিজম ক্লাব ভবিষ্যতেও এমন সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
জার্নালিজম ক্লাবের ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মাহিন জানান, তিনদিনব্যাপী ইনডোর গেমসের পর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করবো।
বিভাগের শিক্ষার্থী মো. আশিক হাসান রিখু বলেন, শুধু প্রতিযোগী হিসেবেই নয়, এই আয়োজনের ব্যবস্থাপনার সঙ্গেও আমি যুক্ত ছিলাম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি সফল হয়েছে। সহপাঠী, বড় ভাই বোনদের সঙ্গে সময় কাটানো, খেলাধুলার আনন্দ এবং একসাথে কাজ করার অভিজ্ঞতা–সব মিলিয়ে এটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, এই ইনডোর গেমস শুধুমাত্র খেলাধুলার একটি আয়োজন ছিল না, বরং এটি আমাদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও আনন্দ ভাগাভাগির এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার