সাজিদুর রহমান:
ভিন্নধর্মী আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের “স্পোর্টস উইক–২০২৫”। পুরো আয়োজনটি তিনটি ভাগে বিভক্ত ছিল (ইনডোর গেমস, ক্রিকেট ফেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী)।
ইতোমধ্যে ইনডোর গেমস অনুষ্ঠিত হয়েছে ২৫ থেকে ২৬ মে পর্যন্ত। যে আয়োজনে বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে লুডু, কেরাম, দাবা, কার্ডস, অ্যারো থ্রো ও পিলো পাস সহ নানা মজার খেলা অনুষ্ঠিত হয়।
তবে বহুল প্রতীক্ষিত ক্রিকেট ফেস্ট ২৭ থেকে ২৮ মে অনুষ্ঠিত হওয়ার হলেও আবহাওয়ার বিরূপ পরিবর্তনের কারণে পরবর্তী সময় নির্ধারিত না হওয়া পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।
ক্রিকেট ফেস্ট স্থগিত হওয়ায়, ২ জুন বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইনডোর গেমস-এর পুরস্কার বিতরণী। সেখানে বিভাগের শিক্ষার্থীরা গান, নাচ ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেন। অনুষ্ঠান শেষে ইনডোর গেমস-এর বিজয়ী ও রানার-আপদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রোঃ, ডঃ, মোঃ খাদেমুল ইসলাম মোল্লা, মাননীয় কোষাধ্যক্ষ প্রোঃ, ডঃ, মোঃ ফাইজার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের কো-অরডিনেটর শাতিল সিরাজ সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ।
সাম্প্রতিক এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও বন্ধন দৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখে বলে জানান বিভাগের শিক্ষক ও আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার