নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু অ্যালার্ট: প্রিভেনশন ইজ প্রটেকশন শীর্ষক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ-এর কমিউনিটি মেডিসিন এবং পাবলিক হেলথ বিভাগের প্রধান ডা. কাওসারুন্নাহার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল আউয়াল, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
সেমিনার শুরুর পূর্বে সকাল ১০ টা ৩০ মিনিটে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাকিব আঞ্জুম চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক র্যালি বের হয়।
সেমিনারের মুখ্য আলোচক ডা. কাওসারুন্নাহার ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার ওপর একটি শিক্ষণীয় বক্তব্য প্রদান করেন। ডেঙ্গুর বিস্তার, প্রাথমিক উপসর্গ, চিকিৎসা এবং সবচেয়ে বড় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তাঁর উপস্থাপনা শিক্ষার্থীদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরাও ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার