নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ইতিহাস সৃষ্টি হলো প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্লেয়ার নিলামের (Political Science Football Mania – Season 1) মধ্য দিয়ে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ট্রফি উন্মোচনের মাধ্যমে এই নিলামের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান ও টুর্নামেন্ট সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ।
নিলাম কার্যক্রম পরিচালনা করেন টুর্নামেন্ট ম্যানেজার বিভাগের শিক্ষার্থী মো. রায়হান চৌধুরী ও তার টিম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক বিভাগের শিক্ষক মো. একরামুল হোসেন।
অনুষ্ঠানে ৮টি ফ্র্যাঞ্চাইজি—Cicero Challengers, Aristotle Kings, Locke Legends, Machiavelli Knights, Hobbes United, Rousseau Riders, Plato Warriors এবং Socrates Thunders—এর আনুষ্ঠানিক পরিচিতি দেওয়া হয়, সাথে ঘোষিত হয় পূর্বনির্ধারিত ১৬ জন আইকন খেলোয়াড়ের নাম। এরপর শুরু হয় মূল নিলাম, যেখানে প্রতিটি দলের জন্য বরাদ্দ ছিল ৫০০০ ক্রেডিট।
মোট ১২৩ জন খেলোয়াড় বিক্রি হয় এ নিলামে। সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া খেলোয়াড় ছিলেন আহসান হাবিব হিমেল, যাকে Plato Warriors ১৩০০ ক্রেডিটে দলে নেয়। এছাড়া Socrates Thunders ১২০০ ক্রেডিটে জনি কুমার পল এবং Rousseau Riders ১০০০ ক্রেডিটে মো. মুজাহিদুল ইসলামকে দলে ভেড়ায়। সর্বমোট ব্যয় হয় ৩৮,৯৪০ ক্রেডিট, যেখানে অব্যবহৃত থাকে মাত্র ১,০৬০ ক্রেডিট।
সন্ধ্যায় Plato Warriors শেষ খেলোয়াড়কে দলে নেওয়ার মধ্য দিয়ে নিলামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এ আয়োজনে প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক নিজেদের পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যের পথে এগিয়ে নেয়।
এ নিলামের মধ্য দিয়ে গঠিত হলো দলগুলোর চূড়ান্ত কাঠামো। এখন সবার অপেক্ষা অক্টোবর মাসে শুরু হতে যাওয়া মূল টুর্নামেন্টের, যেখানে মিলবে ক্রীড়া প্রতিযোগিতা, ঐক্য ও কৌশলের অনন্য সমন্বয়।
এই টুর্নামেন্টটি আয়োজন করছে ডি-এইড ক্লাব, যা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি উদ্যোগী ডিপার্টমেন্টাল ক্লাব। ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা ও দলবদ্ধ ক্রীড়াবোধ উদ্দীপিত করার লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। ডি-এইড ক্লাব নিয়মিতভাবে একাডেমিক এবং সহ-শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশে অবদান রাখে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার