নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের জার্নালিজম ক্লাবের ৬ মাস মেয়াদি কমিটি গঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ৮১০ নম্বর কক্ষে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীদের উপস্থিতিতে এই কমিটি গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কমিটি গঠনের শুরুতে বিভাগের কো-অর্ডিনেটর এবং ক্লাবের আহ্বায়ক মো. শাতিল সিরাজ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাবের গঠনতন্ত্রের আলোকে কমিটি গঠনের নিয়মাবলী ব্যাখ্যা করেন।
তিনি জানান, “জার্নালিজম ক্লাব শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব, অংশগ্রহণ ও সহযোগিতার চর্চা বৃদ্ধি করবে। একইসাথে বিভাগের সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও কোষাধ্যক্ষ পদে শিক্ষক প্রতিনিধি মনোনীত হন। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান বিভাগের প্রভাষক মো. সাজ্জাদ হোসেন।
এরপর সকলের উপস্থিতি স্বচ্ছতার সাথে বাকী ৯টি পদে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে ৭ম সেমিস্টারের মো. সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক পদে ৬ষ্ঠ সেমিস্টারের এহতেশাম ইউছুফ অয়ন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫ম সেমিস্টারের সামিয়া জামান নির্বাচিত হন।
অন্যান্যদের মধ্যে ৪র্থ সেমিস্টারের ঐশ্বর্য মন্ডল তন্দ্র সাংস্কৃতিক সম্পাদক, মিজানুর রহমান ক্রীড়া সম্পাদক, কার্যনির্বাহী সদস্য হিসেবে ৭ম সেমিস্টারের আরিফ হোসেন, ৬ষ্ঠ সেমিস্টারের মো. রেজোয়ান মিয়া, ৩য় সেমিস্টারের মো. আশিক হাসান রিখু, এবং ২য় সেমিস্টারের মো. তৌহিদ নির্বাচিত হন।
কমিটি গঠনের পর নবনির্বাচিত সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বিভাগের সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন এবং একযোগে কাজ করার মাধ্যমে একটি কার্যকর ও সমৃদ্ধ ক্লাব পরিচালনার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা, এবং ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত ছিলেন। ছুটির কারণে উপস্থিত না থাকলেও বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কমিটি গঠনের মধ্য দিয়ে বিভাগের সহশিক্ষা কার্যক্রমে নতুন উদ্দীপনা যুক্ত হয়েছে বলে মত প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, এই ক্লাব জেসিএমএস বিভাগের সহশিক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করে থাকে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার