নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বোয়ালিয়ায় ‘মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা নিহত’ ঘটনার ৪ নম্বর আসামি মোঃ তাসিন হোসেন (২৫) কে গাইবান্ধা সদর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২০ মে) বিকাল ৫টায় র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এর আগে মামলার অন্যান্য এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ তাসিন হোসেন (২৫) নগরীর তালাইমারী এলাকার মোঃ শাহিনের ছেলে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল তালাইমারী শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক মোঃ আকরাম হোসেন (৫২) কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার