নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে আপহৃত ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। র্যাবের যৌথ অভিযানে ভিকটিমসহ মূল আসামী শিফাত’কে জিএমপি গাজীপুর কাশিমপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ শিফাত (১৮) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোঃ আমির হোসেনের ছেলে।
সোমবার (২১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
মামলার সুত্রে জানা যায়, গত ৮ এপ্রিল দুপুর আনুমানিক ০২:৫৫ মিনিটে ভিকটিম নিজ বাসা থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ীহটি থেকে ৫০০ গজ পূর্বে পৌছাঁলে আসামী শিফাত এবং তার সহযোগী ৩ জন সহ ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় মোঃ সোহেল রানা বাদী হয়ে রাজশাহী এর গোদাগাড়ী থানায় ৪ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে।
মামলার প্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামীদেরকে গ্রেফতারের অভিযানে নামে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫ ও র্যাব-১ এর একটি দল গতকাল দুপুরে গাজীপুর কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ড মোহাম্মদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম এবং মামলার ১ নং এজাহার নামীয় আসামী শিফাত(১৮)কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার