নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর মতিহার থানার (২৯ নং ওয়ার্ডে) গণ-গ্রেফতার বন্ধের ও মাদক নাটকের সাথে জড়িত ডিবি পুলিশের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ), সকাল ১১টায় এলাকাবাসীর উদ্দ্যোগে মহানগরীর মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট), সাবেক ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার আহমদ হোসাইন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, গত ২৮ ফেব্রæয়ারী ২৯নং ওয়ার্ড মহব্বতের মোড়ে অবস্থিত শাকিলের ফার্মেসির দোকানে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি), সাজানো মাদক নাটককে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে ডিবি পুলিশের বিরোধ সৃষ্টি হয়েছিলো। সেই বিরোধের জের ধরে নির্বিচারে এলাকার সাধারণ মানুষের উপর অবৈধ গণ-গ্রেফতার শুরু করছে ডিবি পুলিশ।
অবিলম্বে ডিবি পুলিশের গণ-গ্রেফতার বন্ধ এবং সাজানো মাদক নাটকের সাথে জড়িত ডিবি পুলিশের বিচার দাবি করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, মতিহার থানা সেচ্ছা সেবক দলের আহবায়ক নাইমুর রহমান দূর্জয়-সহ শতাধীক এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার