নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী থেকে নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণ মামলার মূলহোতা আসামী মারুফকে যশোর থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ।
এজাহার সুত্রে জানা যায়, মারুফ ভিকটিমকে নানারকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মারুফের প্রেমের প্রস্তাবে ভিকটিম রাজি না হলে গত ৩ এপ্রিল সকালে রাজশাহী হতে ভিকটিমকে কৌশলে মাইক্রোবাসে তুলে নিয়ে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে। অতঃপর ভিকটিমকে নিয়ে আসামী তার আত্মীয়ের বাড়ি যশোরে আসে এবং যশোরে ভিকটিমকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
পরবর্তীতে ৮ এপ্রিল ভিকটিমের পরিবার বাদী হয়ে রাজশাহী মহানগরের শাহ মখদুম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
উল্লেখিত মামলার প্রেক্ষিতে আসামীদেরকে গ্রেফতারের অভিযানে নামে র্যাব।
এরই ধারাবাহিকতায় উক্ত মামলা মূলে অদ্য আজ দুপুর ১২:১৭ মিনিটে র্যাব-৬ ও র্যাব-৫ যৌথ অভিযানে মারুফকে যশোরের রুপদিয়া হতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরের শাহমখদুম থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার