নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে একাধিক মাদক, ছিনতাই ও দস্যুতা মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ গোলাপ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও তার দুই সহযোগী মৃত দবিরের ছেলে মোঃ মাসুদ রানা পালু (৩৫) এবং মৃত কংগ্রেসের ছেলে শ্রী চন্দন (২১)।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিনগতরাত দেড়টার দিকে তানোর থানার সমাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১০০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল ফোন ও তিনটি সীম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছিল। দেলোয়ারের নামে মাদক ও ছিনতাই-চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার