নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে কাঁচা সবজির দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। তবে টমেটো, গাজর বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। আলুর দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ।
এদিকে সিম ১২০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা, ফুলকপি ৭০-৮০ টাকা, লাউ ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটল ৪০ , ঢেঁড়স ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাঁধাকপি ৪০-৫০ টাকা পিস বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের মতোই রয়েছে।
রোববার (১০ নভেম্বর) রাজশাহী নগরীর সাহেববাজার এলাকা ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
পেঁয়াজ ব্যবসায়ী রফিকুল জানান, পেঁয়াজ ভালোটা ১৪০-১৫০ টাকা এবং ইন্ডিয়ানটা ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় আগের তুলনায় দাম কিছুটা কমেছে। শীত বাড়ার সাথে সাথে আরো কিছু দাম কমবে।
অপরদিকে চাল ৫৫-৭২ টাকা, মসুর ডাল ১৪০ টাকায কোজতে বিক্রি হচ্ছে।
এদিকে মুরগি ও ডিমের দাম কিছুটা কম থাকলেও মাছের দাম রয়েছে চড়া রুই মাছ ২০০-৬০০ টাকা, তেলাপিয়া/পাঙ্গাস ১৬০-২২০ টাকা, ইলিশ ১৪০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়।
অপরদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা ও খাসির মাংস ১০০০ টাকায় বিক্রি হচ্ছে ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার