নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দূর্গাপুরে যৌতুক না পেয়ে বউ পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী স্বামী মোঃ শাহিনুর'কে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (২৩ মার্চ) সকাল ৮.৩০ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে দূর্গাপুর থানার মোঃ আঃ জলিলের ছেলে মোঃ শাহিনুর (৩০) কে গ্রেফতার করা হয়।
সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, গত ৫ বছর পূর্বে মোছাঃ আফরিন আক্তার বৃষ্টি (২২) এর সাথে মোঃ শাহিনুর (৩০) এর বিবাহ হয়। বিবাহের পর থেকেই ভিকটিমের শশুর বাড়ীর পক্ষ থেকে যৌতুক দাবী করে। ভিকটিমের পরিবার তার সংসারে সুখের কথা বিবেচনা করে ২,৫০,০০০/- টাকা যৌতুক প্রদান করে। এর পরেও ভিকটিমের স্বামী মোঃ শাহিনুর তার বাবা ও মায়ের প্ররোচনায় ভিকটিমকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে মারপিট এবং শারীরিক নির্যাতন ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। পুনরায় ভিকটিমের পরিবার তার মেয়ের সুখের জন্য ২ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করে। কিন্তু এর পরেও ভিকটিমের স্বামী ও তার পিতা-মাতা ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে এবং আরো টাকার জন্য চাপ দিতে থাকে।
গত ১৪ মার্চ বেলা অনুমান ২ টার সময় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন আনুলিয়া গ্রামস্থ শাহিনুরের শয়ন কক্ষের ভিতরে দরজা-জানালা বন্ধ করে তার স্বামী মোঃ শাহিনুর ও তার শ্বশুর, শাশুড়ী ও ননদ মিলে মারপিট করেছে বলে মোবাইল ফোনে ভিকটিম তার পরিবারের নিকট জানায়। এতে তার শশুরবাড়ীর লোকজন আরো বেশী ক্ষিপ্ত হয়ে ১নং বিবাদী ভিকটিমের তলপেটে লাথি মারে ও অন্যান্য বিবাদীগন শারীরিক ভাবে নির্যাতন করে ঘরের ভিতর মৃতদেহ ফেলে দরজা-জানালা বন্ধ করে আসামীগন পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে দূর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের সঠিক তথ্য উদঘাটন ও হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, হত্যাকান্ডের ২নং আসামী মোঃ আঃ জলিল (৫৫) ও ৩নং আসামী মোছাঃ শ্যামলী (৩৫)কে গত ১৬ মার্চ গ্রেফতার করে। আজ উক্ত মামলার প্রধান আসামী স্বামী মোঃ শাহিনুর‘কে গ্রেফতার করে।
গ্রেফতার আসামীকে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার