নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরের বেলপুকুর বাইপাস এলাকায় যাত্রীবাহী নৈশ কোচে অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. আ. ছালাম (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-৫। এসময় তার ব্যবহৃত স্কুল ব্যাগ, বাসের টিকিট, মোবাইল ফোন ও সিমকার্ডও জব্দ করা হয়।
গ্রেফতার ছালাম রাজশাহীর গোদাগাড়ী থানার মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শামীম এন্টারপ্রাইজ নামক নৈশ কোচে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, হেরোইন বিক্রির উদ্দেশ্যে সে ময়মনসিংহ যাচ্ছিল। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার