নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মহানগরের বোয়ালিয়া থানা থেকে ২০০ গ্রাম হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ রাজশাহী এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ৬.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন উপশহর ১নং সেক্টর স্যাটেলাইট স্কুল ও ঈদ গাঁ মাঠের মাঝামাঝি পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মোঃ জমির মোল্লার ছেলে মো. আবুল কাশেম (১৯), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মো.উজ্জল আলীর ছেলে মোঃ সিহাব (২৬) কে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল, ২টি সিম উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদেরর দখলে রেখেছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে
।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার