নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৯ গ্রাম হেরোইনসহ মোঃ হাসিবুল হাসান হাসিব (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির কাছ থেকে ২টি মোবাইল, ২টি সিমকার্ড, নগদ ১৯ হাজার টাকা ও একটি ডিজিটাল ওয়েট মেশিনও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাসিব ময়মনসিংহ জেলার সদর থানার মৃত হানিফ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, হাসিব দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার