নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মতিহার থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল বাবু @ বাবুল @ বাবলু (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (১৩ জুলাই) মতিহার থানাধীন ললিতাহার ভাটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবুল নগরীর মতিহার থানার মোঃ বাচ্চু মিয়ার ছেলে।
গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোহেল একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী। ২০২২ সালে অস্ত্রসহ গ্রেফতার হলে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। সে সময় থেকেই সে পলাতক ছিল।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে মতিহার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার