নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দীপক রায় (৩২), সুজয় কুমার সরকার (৩০), মো: রানা (৩১), মো: রফিকুল ইসলাম (৩৭), মো: মাসুদ (৪০), মো: শাহীন (৩৯), মো: জাকির হোসেন (৩৬) ও মো: সুমন (৩২)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা।
জানা যায়, রোববার (২৯ ডিসেম্বর) রাতে রাজশাহী মহানগর বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমার দিকনির্দেশনায় এসআই হেদায়েত উল্লাহ ও তাঁর টিম থানা এলাকায় ডিউটি করার সময় জানতে পারে শিরোইল কাঁচাবাজার এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
পরবর্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮ টায় বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার