নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর রাজপাড়ায় অপহরণ করে মুক্তিপণ দাবী করা অপহরণকারী সজিবকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (৫ মে) বিকাল ৩.৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজারে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ রাব্বি ইসলাম @ সজিব (২৫) কে গ্রেফতার করা হয়। এসময় ২টি মোবাইল, ৪ টি সীম উদ্ধার করা হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
ঘটনা সূত্রে জানা যায় যে, ভিকটিম গত ৮ মার্চ বাদীর ছেলে হাফিজুর রহমান @ জয় (১২)‘কে বোয়ালিয়া থানাধীন উপশহর সৃষ্টি স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে নিজ মোটরসাইকেলে বাড়ী হতে রওনা করে। অতঃপর বাদীর মোটরসাইকেলসহ একই তারিখ দুপুর আনুমানিক ১.২৫ ঘটিকার সময় রাজপাড়া থানাধীন তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে পাঁকা রাস্তার উপর পৌছামাত্রই উল্লেখিত বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমের পথরোধ করে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক অজ্ঞাতনামা প্রাইভেট কারে তুলে অপহরণ করে নিয়ে যায় এবং বাদীর পরিবারের বড় ধরণের ক্ষতি করবে মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে বাদীর নিকট হতে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।
ভিকটিম চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামীদের হাতে থাকা দেশীয় চাকু ও ক্রিকেট খেলার ব্যাট দ্বারা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করলে ছিলা ও ফোলা জখম হয় এবং তখন বাদী প্রাণ ভয়ে ৪৫,০০০/- টাকা চাঁদা প্রদান করে। আসামীগন ভিকটিম এর নিকট হতে জোরপূর্বক ০৩ টি নন জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। অতঃপর একই তারিখ আনুমানিক রাত্রী-২১.০৫ ঘটিকার সময় আসামীগন ভিকটিমকে অজ্ঞাতনামা প্রাইভেট কারে তুলে নিয়ে আলীগঞ্জ পিয়াজুর মোড়ে রেখে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় রাজপাড়া থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে ০৪ জন এজাহারনামীয় এবং ৭/৮ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে।
গ্রেফতার আসামীকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার