নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: জনি (৪০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি এলাকার মো: বাচ্চু শেখের ছেলে।
জানা যায়, গতকাল ৪ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় তার বাড়িতে গাঁজা বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানার এসআই মো: আলী আকবর আকন্দ ও তাঁর টিম আজ ৫ মার্চ ২০২৫ ভোর সোয়া ৬ টায় বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ আসামি জনিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গ্রেপ্তরকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৮ টি মাদক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার