নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ আগস্ট তার সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। এ উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) ৯ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি, সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান, ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খন্দকার তানভীর হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক রোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদ রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক মেশকাতুল চৌধুরী আবিরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
আয়োজকরা বলেন, আমাদের প্রিয় সৌরভ ভাই দ্রুত সুস্থ হয়ে যেন আবারও রাজপথে ফিরে আসতে পারেন, মানুষের পাশে থেকে সেবা করতে পারেন এই দোয়াই আমাদের।
উল্লেখ্য, খন্দকার মাকসুদুর রহমান সৌরভ দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির মাঠে সক্রিয় থেকে রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার