নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা সাধন মুখার্জিকে আটক করেছে ছাত্র জনতা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাজশাহী নগরীর রানীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ছাত্রলীগ নেতা রাজধানী উত্তরা সেক্টর-২ এলাকার ভবেস মুখার্জির ছেলে। সে রাবি হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাংঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। সাধারণ জনতা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হাতে তুলে দেয়।
সাধারণ জনতা জানান, ছাত্রলীগ নেতা সাধন কামরুজ্জামানের ছবিযুক্ত টি-শার্ট পড়ে ঘোরাঘুরি করতেছিল। তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সে রাবি ছাত্রলীগ নেতা। পরবর্তীতে তাকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে প্রক্টর এসে তাকে নিয়ে যায়।
এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর আব্দুল করিম মিয়া ছাত্রদের উদ্দেশ্যে বলেন , ফ্যাসিবাদের কোন চিহ্ন যদি তোমরা পাও সেটি সাথে সাথে প্রতিহত করবা এবং তোমাদের সকল গ্রুপগুলোতে বলে দাও ফ্যাসিবাদের কোন চিহ্ন যদি কেউ ব্যবহার করে সেটির দায়-দায়িত্ব তার।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসির উদ্দিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা এসেছি । ছাত্রজনতা ছাত্রলীগ নেতাকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও থানার ওসির সাথে বসে যাচাই করে দেখবো যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, রাজশাহী সিটি কলেজের ছাত্রদল নেতাসহ শতাধিক ছাত্রজনতা।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার